বাংলাদেশ নৌবাহিনী এর একাধিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে চাইলে যোগ দিতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম:
– বাংলাদেশ নৌবাহিনী
পদে নাম:
– জাহাজের ক্যাপ্টেন,
– এয়ারক্রাফট পাইলট,
– নৌকমান্ডো ও
– সাবমেরিনার।
আবেদনের যোগ্যতা:
– আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।
– ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে।
– তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।
অন্যান্য যোগ্যতা:
– ২০২৩ সালের ১ জুলাই বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
– তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
– আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
– পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
– নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
যেভাবে আবেদন:
– আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে ঢুকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে।
– আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা পরিশোধ করতে হবে।
– আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল–আপ লেটার, প্রার্থীর পূরণ করা আবেদন ফরম এবং পার্সোনাল ইনফরমেশন ফরম পাঠানো হবে।
– সেসব ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।
– যদি কোনো প্রার্থী কল-আপ লেটার ও আবেদন ফরম সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে না পারেন, তাহলে তাঁর মুঠোফোনে পাঠানো রোল নম্বর ও ট্র্যাকিং নম্বর দিয়ে আবার ওয়েবসাইটে সাইন ইন করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রশিক্ষণ ও কমিশন:
– বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ মোট ৩ বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাবলেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
বেতন ও ভাতা:
– চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ও ভাতা দেওয়া হবে।
– পরবর্তীকালে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তাঁদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হবে।
বিস্তারিত জানতে:
– নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়।
– পরিচালক,
পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর,
নৌবাহিনী সদর দপ্তর, বনানী,
ঢাকা-১২১৩।
ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫,
হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫।
ওয়েবসাইট: https://joinnavy.navy.mil.bd/।
আবেদনের শেষ তারিখ:
– ৩০ সেপ্টেম্বর, ২০২২।
সোর্স: প্রথম আলো।