ঢাকায় কল সেন্টার এক্সিকিউভ নিয়োগ দেবে ওয়ালটন, বেতন ১৫ হাজার ৫০০

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউএইচআইএল) হচ্ছে ঢাকা, বাংলাদেশ ভিত্তিক ওয়ালটন গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ওয়ালটনের ভোক্তা পণ্য ও মোটরগাড়ি শিল্পের উৎপাদন, বিপণন ও রপ্তানি করে থাকে। এর কারখানা গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০০৬ সালের ১৭ এপ্রিল প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়। ২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। সম্প্রতি প্রতিষ্ঠানটির কল সেন্টারে কল সেন্টার এক্সিকিউভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে কল সেন্টার এক্সিকিউভ পদে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউএইচআইএল)

পদের নাম:
– কল সেন্টার এক্সিকিউভ।

পদের সংখ্যা:
– ১০টি।

আবেদন যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা স্নাতক পাস করতে হবে।

অভিজ্ঞতা:
– প্রার্থী কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
– কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্টের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

বয়সসীমা:
– ২২ থেকে ৩০ বছর।

চাকরির ধরণ:
– চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।

কর্মক্ষেত্র:
– অফিসে।

অন্যান্য শর্তাবলী:
– আগ্রহী প্রার্থীদের ইন্টারপারসোনাল, বিশ্লেষণ করার সক্ষমতা, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
– নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। মাল্টিটাস্কিং হতে হবে।
– চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

কর্মস্থল:
– ঢাকা।

মাসিক বেতন:
– ১৫,৫০০ টাকা।
– মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার ইন্স্যুরেন্স, উৎসব ভাতা বছরে দুই বার প্রদান করা।

আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আবেদনের শেষ তারিখ:
– ১৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button