স্নাতক পাসে মুখ্য আইন কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিতে মুখ্য আইন কর্মকর্তা পদে নিয়ােগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহীরা মুখ্য আইন কর্মকর্তা পদে সরাসরি, ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে আগামী ৪ অক্টোবর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– বাংলাদেশ ব্যাংক
পদের নাম:
– মুখ্য আইন কর্মকর্তা (চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার)
পদ সংখ্যা:
– ০১ জন
শিক্ষাগত যোগ্যতা:
– স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
– আগ্রহী প্রার্থীদের আইন বিষয়ক পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন:
– চুক্তিভিত্তিক
চাকরির মেয়াদ:
– তিন বছরে (চুক্তি নবায়নযোগ্য)
নির্বাচন প্রক্রিয়া:
– যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই–বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত নির্বাচনী কমিটির কাছে সাক্ষাৎকারে অবতীর্ণ হতে হবে।
আবেদন যেভাবে:
– আগ্রহী প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার পূর্ণ বিবরণী এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে।
– আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
আরও দেখুন: সারাদেশে ক্রেডিট অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
বেতন:
– আলোচনা সাপেক্ষে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
– পরিচালক (এইচআরডি-১),
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১,
বাংলাদেশ ব্যাংক,
প্রধান ভবন, ষষ্ঠ তলা,
প্রধান কার্যালয়, ঢাকা।
ই–মেইল ঠিকানা:
– gm.hrd@bb.org.bd।
বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার
আবেদনের শেষ তারিখ:
– ৪ অক্টোবর, ২০২২।
সোর্স:
– প্রথম আলো।