ঢাকায় ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক ক্যাপিটাল

সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক।

সম্প্রতি সিটি ব্যাংক ক্যাপিটাল ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্ট-এ “ম্যানেজার” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সিটি ব্যাংক ক্যাপিটাল এর ম্যানেজার পদে অনলাইনের মাধ্যমে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– সিটি ব্যাংক ক্যাপিটাল

পদের নাম:
– ম্যানেজার

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিবিএ/ এমবিএ বা যেকেনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

অভিজ্ঞতা:
– ব্র্যান্ডিং, কমিউনিকেশনস, বিজনেস ডেভেলপমেন্ট বিষয়ে ৩-৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।

কর্মক্ষেত্র:
– অফিসে।

অতিরিক্ত শর্তাবলী:
– যোগাযোগ দক্ষতা থাকতে হবে, উপস্থাপনার কৌশল জানতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
– এমএস অফিস, অ্যাডবি ফটোশপ ও অ্যাডবি ইলাস্ট্রেটর এর কাজে পারদর্শী হতে হবে।
– ভেন্ডর ও মিডিয়া ও স্টোকহোল্ডারদের সঙ্গে কাজে অভিজ্ঞ হতে হবে।

আরও দেখুন: ঢাকায় হেড অব কালেকশন নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

জব লোকেশন:
– ঢাকা।

বেতন ও ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– সরাসরি আবেদন করতে ইমেইল করুন roy@cbcrl.com
– ইমেইলের সাবজেক্ট বক্সে ‌‘অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অব ম্যানেজার ইন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্ট’ এই কথা লিখে দিতে হবে।

সিটি ব্যাংক ক্যাপিটাল জব সার্কুলার

আবেদনের শেষ তারিখ:
– ১০ সেপ্টেম্বর, ২০২২।

সোর্সঃ সিটি ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button