সিটি ব্যাংক অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং) নিয়োগ বিজ্ঞপ্তি

সিটি ব্যাংক লিমিটেড (The City Bank Limited) বাংলাদেশের বেসরকারী ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ একটি ব্যাংক। সম্প্রতি সিটি ব্যাংক তাদের কাস্টমার সার্ভিস বিভাগে চাকরি প্রার্থীদের জন্য “অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
উল্লেখিত অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম:
– অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা:
– নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর অথবা মাস্টার্স ডিগ্রী ধারী হতে হবে।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
বয়সসীমা:
– সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই।
কর্মক্ষেত্র:
– অফিসে।
অন্যান্য শর্তাবলী:
– ভালো যোগাযোগ দক্ষতা থাকা।
– নেতৃত্বের দক্ষতা থাকা।
– স্ব-পরিচালিত এবং স্ব-অনুপ্রাণিত হওয়া।
– গ্রাহক কেন্দ্রিক এবং সংগঠিত হওয়া।
– সমাধান ওরিয়েন্টেড হওয়া।
– নেগোসিয়েশন এর দক্ষতা থাকা।
আরও দেখুন:
– মাস্টার্স পাশে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে এনআরবি ব্যাংক
– মাস্টার্স পাশে ব্রাঞ্চ ইন চার্জ নিয়োগ দেবে ওয়ান ব্যাংক
জব লোকেশন:
– মাদারীপুর, মাগুরা, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, শরীয়তপুর, ঠাকুরগাঁও, বাগেরহাট (মোংলা), কক্সবাজার (চকরিয়া, টেকনাফ), ঢাকা (কামরাঙ্গীরচর), ফেনী (দাগনভূঁইয়া), নরসিংদী (পলাশ)।
বেতন ও ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে অবশ্যই ছবি যুক্ত থাকতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ১৮ সেপ্টেম্বর, ২০২২।
সোর্সঃ বিডি জবস