ঢাকায় হেড অব কালেকশন নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলতঃ ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত।
সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংক তাদের কালেকশন বিভাগে হেড অব কালেকশন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা হেড অব কালেকশন পদে অনলাইনের মাধ্যমে আগামী ১০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম:
– হেড অব কালেকশন
পদসংখ্যা:
– ১টি।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ/এমবিএম/ মাস্টার্স পাস হতে হবে।
– একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না।
অভিজ্ঞতা:
– পদ সংশ্লিষ্ট কাজে ৭-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
– স্পেশাল মনিটরিং, কালেকশন ও নেগশিয়েশন সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়সসীমা:
– অনূর্ধ্ব ৫০ বছর।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– শুধুমাত্র পুরুষ প্রার্থী।
আরও দেখুন: ঢাকায় অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
অন্যান্য শর্তাবলী:
– ব্যাংকিং আইন, লোকাল রেগুলেশন, গ্রাহক এবং স্টেকহোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্থানীয় বাজার এবং বিধি-বিধান সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
– ইংরেজী এবং বাংলায় সকল স্তরে এবং কার্যক্রমে যোগাযোগের জন্য, কথোপকথন করতে এবং আলোচনায় ভাল দক্ষতা থাকতে হবে।
– সক্রিয়, উৎসাহী এবং উদ্যমী মনোভাবাপন্ন হতে হবে।
– ভাল যোগাযোগ দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
কর্মক্ষেত্র:
– অফিসে।
জব লোকেশন:
– ঢাকা।
বেতন-ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
সরাসরি আবেদন করতে ক্লিক করুন
অথবা,
সাবজেক্ট লাইনে জব পজিশন/ অবস্থান উল্লেখ করে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনার আপডেট করা সিভি ইমেইলে পাঠান- “hr.recruitment@icbislamic-bd.com“- এ।
আবেদনের শেষ তারিখ:
– ১০ সেপ্টেম্বর, ২০২২।
সোর্সঃ বিডি জবস।