ঢাকায় অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।
ব্যাংকটিতে “অফিসার- কম্পেন্সেশন এন্ড বেনিফিটস, এইচআরডি (পিও–এফএভিপি)” পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিসার- কম্পেন্সেশন এন্ড বেনিফিটস পদে আগামী ০৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম:
– অফিসার- কম্পেন্সেশন এন্ড বেনিফিটস, এইচআরডি
পদ মর্যাদা:
– পিও – এফএভিপি।
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
শিক্ষাগত যোগ্যতা:
– ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি ধারীরা আবেদন করতে পারবেন।
– মানব সম্পদ ব্যবস্থাপনা/ অ্যাকাউন্টিং-এ ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা:
– আর্থিক শিল্পে এইচআর-এর পে-রোল ফাংশনে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
কর্মক্ষেত্র:
– অফিসে।
অন্যান্য শর্তাবলী:
– এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা (বিশেষ করে এমএস এক্সেল) থাকতে হবে।
– আয়কর এবং বাংলাদেশ শ্রম আইনের ব্যাপক জ্ঞান থাকতে হবে।
– এইচআর/ কম্পেন্সেশন এ পেশাদার সার্টিফিকেশন অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে।
কর্মস্থল:
– হেড অফিস।
বেতন ও ভাতা:
– বেতন আলোচনা সাপেক্ষে।
– ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
সরাসরি আবেদন করতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– ০৩ সেপ্টেম্বর, ২০২২।
আরও দেখুন: ঢাকায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড।