স্নাতক পাসে রিলেটইল সেলস অফিসার নেবে ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক। ঢাকা ব্যাংক দেশের প্রথম দিকে বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের রিটেইল সেলসে রিটেইল সেলস অফিসার পদে লোকবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে রিটেইল সেলস অফিসার পদে আগামী ১৮ মে, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ঢাকা ব্যাংক লিমিটেড
পদের নাম:
– রিলেটইল সেলস অফিসার
পদ সংখ্যা:
– নির্ধারিত না।
দায়িত্ব সমূহ:
– ভোক্তা পণ্য বিক্রি করার ক্ষমতা প্রধানত ক্রেডিট কার্ড/হোম লোন/পার্সোনাল লোন/কার লোন এবং অন্যান্য প্রাসঙ্গিক পণ্য।
– সম্ভাব্য গ্রাহকদের খোঁজা।
– মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক প্রতিবেদন প্রস্তুত করা।
– গ্রাহকদের উপস্থিতি এবং দায় এবং অর্থপ্রদান সংক্রান্ত তাদের প্রশ্নগুলি পূরণ করা।
– পুনরুদ্ধার কার্যক্রম সম্পাদন।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক।
চাকরির ধরন:
– ফুল টাইম ও চুক্তিভিত্তিক/স্থায়ী (যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে)।
অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।
– তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য শর্তাবলী:
– বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– লক্ষ্য পূরণে উদ্দ্যেমী হতে হবে।
কর্মস্থল:
– ঢাকা।
বেতন:
– আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে।
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আরও চাকরির খবর:
– স্নাতক পাসে ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট নেবে আইএফআইসি ব্যাংক
– জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ২৬ হাজার
– প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে সোস্যাল ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০
আবেদনের শেষ তারিখ:
– ১৮ মে, ২০২৩।
সোর্স: বিডি জবস।