সাপ্তাহিক চাকরির ডাক ১২ আগস্ট, ২০২২

সাপ্তাহিক চাকরির পত্রিকা বর্তমানে বেকার তরুণ প্রজন্মের জন্য একটি বিশ্বস্ত পত্রিকা। সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ থেকে প্রকাশিত চাকরি পত্রিকা গুলোর মধ্যে সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, প্রথম আলো চাকরি বাকরি ইত্যাদি অন্যতম।
সাপ্তাহিক এসব পত্রিকার মাধ্যমে আবেদন করে অনেক বেকার তরুণ নিজেদের জীবনে সফলতা অর্জন করেছে। আপনিও যদি জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে চান তাহলে সাপ্তাহিক চাকরির পত্রিকা বিভাগটি ফলো করুন এবং আপনার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদটিতে আবেদন করে কাঙ্খিত ক্যারিয়ার গঠন করুন।
সাপ্তাহিক চাকরির ডাক SAPTAHIK CHAKRIR DAK
সাপ্তাহিক চাকরির অন্যান্য পত্রিকা সাদাকালো হলেও চাকরির ডাক পত্রিকা রঙ্গিন কালিতে প্রিন্ট করে থাকে, যা দেখতে অনেক সুবিধা হয়। পুরো পত্রিকার একদম পরিষ্কার ছবি নিচে দেয়া হল। পরবর্তীতে দেখার জন্য প্রয়োজনে সংরক্ষণ করে রাখতে পারবেন।
চাকরির ধরণ: | সরকারি/বেসরকারি |
পত্রিকার নাম: | সাপ্তাহিক চাকরির ডাক |
ক্যাটাগরি: | চাকরির পত্রিকা |
প্রকাশের তারিখ: | ১২ আগস্ট, ২০২২ |
বয়সসীমা: | ১৮-৬০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ৫ম শ্রেণি-স্নাতকোত্তর |
আবেদনের মাধ্যম: | অনলাইন/ডাকযোগ/সরাসরি/কুরিয়ার |
জব আলাপের প্রিয় পাঠকদের জন্য প্রকাশিত বিভাগটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
আরও চাকরির খবর:
• স্নাতক পাসে ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল, বেতন ২০ হাজার
• মাস্টার্স পাসে ঢাকায় অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক