স্নাতক পাসে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)। সম্প্রতি বাংলাদেশ পুলিশে ‘উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)’ পদে জনবল নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে আগামী ২৭ মে, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– বাংলাদেশ পুলিশ

পদের নাম:
– উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)

পদসংখ্যা:
– নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস।

দক্ষতা:
– আগ্রহী প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে।

চাকরির ধরন:
– ফুল টাইম ও স্থায়ী

প্রার্থীর ধরন:
– নারী-পুরুষ উভয়েই।

বয়সসীমা (২৭ মে, ২০২৩ তারিখে):
– ১৯-২৭ বছর

কর্মস্থল:
– যে কোনো স্থানে।

শারীরিক যোগ্যতা:
– পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি, স্ফীত ৩৪ ইঞ্চি
– নারী: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

আবেদন ফি:
– টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৫০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের নিয়ম:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

আবেদন শুরু:
– ০৬ মে, ২০২৩

আবেদনের শেষ সময়:
– ২৭ মে ২০২৩।

প্রয়োজনীয় কিছু টিপস:
মৌলিক নির্দেশনা
ভিডিও টিউটোরিয়াল
সঠিকভাবে আবেদনপত্র পূরণের নিয়ম
আবেদন ফরম

আরও চাকরির খবর:
স্নাতক পাসে রিলেটইল সেলস অফিসার নেবে ঢাকা ব্যাংক
স্নাতক পাসে ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট নেবে আইএফআইসি ব্যাংক
জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, বেতন ২৬ হাজার

সূত্র: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button