স্নাতক পাসে ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল, বেতন ২০ হাজার

আরএফএল বাংলাদেশের দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর একটি। আরএফএল এর ৪০ বছরের যাত্রায় মানের সমার্থক হয়ে উঠেছে। আরএফএল-এর বিস্তৃত পণ্য রয়েছে যার মধ্যে রয়েছে প্লাস্টিক পণ্য, পিভিসি, ধাতু, ইলেকট্রনিক্স, কাঠের আসবাবপত্র, পেইন্ট, স্টেশনারী, ফুটওয়্যার, বাইসাইকেল, মেডিকেল ডিভাইস, রিয়েল স্টেট, রাস্তা নির্মাণ ইত্যাদি।

সম্প্রতি আরএফএল গ্রুপ তাদের অ্যাকাউন্স বিভাগে ট্রেইনি এক্সিকিউটিভ অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ট্রেইনি এক্সিকিউটিভ পদে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম:
– আরএফএল গ্রুপ

পদের নাম:
– ট্রেইনি এক্সিকিউটিভ (অ্যাকাউন্স)

পদের সংখ্যা:
– নির্ধারিত নয়।

আবেদন যোগ্যতা:
– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
– তবে অ্যাকাউন্টিং বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
– আবশ্যক নয়।

বয়সসীমা:
– ১৮ থেকে ৩০ বছর।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই।

অন্যান্য শর্তাবলী:
– কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
– অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
– চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
– ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন ও সুযোগ সুবিধা:
– মাসিক বেতন ১৫০০০-২০০০০ টাকা।
– মোবাইল বিল,
– পারফরমেন্স বোনাস,
– প্রভিডেন্ট ফান্ড,
– ওভার টাইম অ্যালায়েন্স,
– ভ্রমণ অ্যালায়েন্স,
– দুপুরের খাবারের সুবিধা ও
– উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া:
– আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে

সরাসরি আবেদন করতে ক্লিক করুন

Apply Now

আবেদন প্রকাশ:
– ১০ আগস্ট, ২০২২

আবেদনের শেষ তারিখ:
– ৯ সেপ্টেম্বর, ২০২২।

সোর্স: বিডি জবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button