ঢাকায় একাধিক পদে অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

ট্রাস্ট ব্যাংক লিমিটেড (Trust Bank Limited) বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) কর্তৃক পরিচালিত একটি ব্যাংক যা বেসরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। সম্প্রতি ব্যাংকটিতে একাধিক পদে অফিসার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ব্যাংকের নাম:
– ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নামঃ
১. Officer- Compliance and Administration, Trust Bank Securities Limited (TBSL)
২. Officer- Finance, Trust Bank Securities Limited (TBSL)
৩. Officer- Research Analysis & Portfolio Management, Trust Bank Securities Limited (TBSL)
পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷
শিক্ষাগত যোগ্যতাঃ
– যেকোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
– ব্যবসায় বিভাগ থেকে ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতাঃ
– পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী।
প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷
কর্মক্ষেত্র:
– অফিসে।
আরও দেখুন: অভিজ্ঞতা ছাড়াই রিটেইল সেলস অফিসার নিয়োগ দেবে ঢাকা ব্যাংক
অন্যান্য শর্তাবলীঃ
– শক্তিশালী বিশ্লেষণযোগ্য দক্ষতা থাকতে হবে।
– গ্রাহক সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।
– স্মার্ট, টিম প্লেয়ার, চটপটে মানসিকতা এবং করণীয় মনোভাবের সাথে যুক্ত হতে হবে।
– বাংলা এবং ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– চাপের মধ্যে কাজ করার এবং সময়সীমা পূরণের ক্ষমতা থাকতে হবে।
কর্মস্থল:
– ঢাকা।
বেতন ও ভাতাঃ
– বেতন আলোচনা সাপেক্ষে।
– এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
– আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
– বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আরও দেখুন: স্নাতক পাসে সারাদেশে এসএমই সেলস অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
আবেদনের শেষ তারিখঃ
– ৩০ নভেম্বর, ২০২২।
সোর্সঃ ট্রাস্ট ব্যাংক লিমিটেড।